Glod BD Logo Design Mokup File1
Glod BD Logo Design Mokup File1
চমৎকার একটি লোগো ডিজাইন করা মোকাপ ফাইল। এই ফাইলটি সম্পর্ন অটো করা রয়েছে। এই ফাইল টি আপনার যারা ফ্রিল্যান্সারে কাজ করেন অথবা গ্রাফিক্স ডিজােইন এর কাজ করেন তারা এই ফাইলটি ব্যাবহার করবেন। এ ফাইলটি যদি ফ্রিল্যান্সারে ক্যালেন্টদের কাছে জমা দেন। তবে আপনার ফাইলটি এ্যাফস্টে করবে। ইনশাআল্লাহ। করণ আমার এই সব ফাইল আমি নিজে ফ্রিল্যান্সারে জাইন কপি জমা দিয়েছি এবং আমি এ্যাফস্টে হয়েছি। তাই আমি আপনাদের অনুরধ করবো যে আপনারা যারা ফ্রিল্যান্সারে কাজ করেন। তারা আমার এই প্রামাণিত পিএসডি লোগো ফাইলটি ব্যাবহার করুন। আশা করি ফলাফল পাবেন। যদি আপনাদের আরো কনো ফাইল প্রায়োজন হয়। ফ্রিল্যান্সারে প্রফেসনাল ফ্রিল্যান্সার হওয়া জন্য তাহলে কমেন্ড বক্সে কমেন্ড করে জানান। আমি আনাদের সব রকম সহযোগীতা করবো সব ধরনের ফাইল দিয়ে। আমি চায় যে আপনারও যেনো প্রফেসনাল ফ্রিল্যান্সার হতে পারেন। শুধু শুধু ঘরে বসে না থেকে কম্পিউটার কে কাজে লাগান দেখবেন আপনি একসময় অনেক কিছু করতে পারবেন। আর কম্পিউটারে কিছু করতে হলে প্রায়োজন উপযুক্ত সফট্রায়ার, কিছু ডিজাইন করা ফাইল যা দেখে বা প্রথমওতো ফাইল গুলো দিয়ে। কিছু করা এবং সে সব ফাইল দেখে দেখে শিখা। তো ভালো থাকবেন সব বন্ধুরা শুভ কামনা।
No comments