কম্পিউটার মূলত কি কাজ করে?
কম্পিউটার মূলত কি কাজ করে?
কম্পিউটার কাজ করে গুরুত্বর্পূণ
চারটি ধাপে ।ধাপগুলো হলো সংগ্রহ, সংরক্ষণ, প্রসেস ও আউটপুট।ধাপগুলো নিয়ে নিন্মে
সংক্ষেপে আলোচনা করা হলোঃ
সংগ্রহঃ
কম্পিউটার বিবিধ সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামারদের (Programmer) তৈরি প্রোগাম ও
সমস্যা সমধোনের নিয়ামমক হিসেবে ব্যবহাকারীর (User)প্রদত্ত উপাত্ত সংগ্রহ করে থাকে।
মানুষ যেমন হাত,পা, চোখ, কান ব্যবহার করে তথ্য সংগ্রহ করে ম্িপউটার তেমনি ইনপুট
ডিভাইস যেমন, কী বোড, মাউস ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করে। একে ইনপুট বলে।
সংরক্ষণঃ
সংগৃহীত উপাত্ত ও প্রোগ্রমেকে কম্পিউটার তার নিজস্ব সৃতিভান্ডারে সংরক্ষণ করে রাখে
।
প্রসেসঃ
প্রোগ্রামে র্নিদেশিত ভিত্তিতে উপাত্তের উপর গাণিতিক ও যৌক্তিক বিভিন্ন অপারেশনের
মাধ্যমে কম্পিউটার প্রসেসিং করে থাকে ।
আউটপুটঃ
ব্যবহারকারিকে র্প্রদশনের উদ্দেশ্যে প্রসেসিং করা উপাত্তকে কম্পিউটার আউটপুট ডিভাইসের
মাধ্যমে র্প্রদরশন করে ।
No comments