কম্পিউটার কি?

কম্পিউটার কি?

কম্পিউটার কি?


কম্পিউটার একটি অত্যাধুনিক যন্ত্র ।অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র যেমনঃ রেডিও, টেলিভিশন, ভিসিআর ঘড়ি, ক্যালকুলেটর, ফ্যাক্স ইত্যাদি থেকে কক্পিউটার সর্ম্পূণ ভিন্ন এক যন্ত্র । এর কাজের ক্ষমতা সত্যিই আর্শ্চযজনক । বতর্মান বিশ্বে এ যন্ত্রটিকে কাজে লাগিয়ে মানুষ অত্যন্ত দ্রূতগতিতে সফলতার শীর্ষে পৌছে যাচ্ছে ।অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে দুই একটির বেশি কাজ করানো যায় না ।কিন্তু একটি মাত্র কম্পিউটারের সাহায্যে অনেক রকমের কাজ করা যায় । কম্পিউটার (Computer)শব্দটি গ্রীক কমপিউট (Computer)শব্দ থেকে এসেছে । (Computer)শব্দের অর্থ্ হচ্ছে গণনা করা ।সুতরাং Computer মানে গণনাকারি যন্ত্র ।র্পূবে  কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো ।কিন্ত বতর্মানে অত্যাধুনিক সব কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রূতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ র্নিভুলভাবে করা ছাড়াও অনেক রকমের কাজ করা যায় । কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে । কম্পিউটারে কাজ করার গতি হিসাবে করা হয় ন্যানোসেকেন্ড (NS)এ ন্যানোসেকেন্ড  হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ সময় মাত্র । কম্পিউটারের  অভ্যন্তরের রয়েছে অনেক বতর্নী ।ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের   যাবতীয় র্কাজকম পরিচালিত হয় ।ইলেকট্রনিক সংকেতের ইপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কম্পিউটার ল্যাংগুয়েজ বা কম্পিউটারের ভাষা কম্পিউটারের বোধগম্য এ ভাষার মাধ্যমে কম্পিউটারে যে নির্দেশ দেয়া হয় তারই ভিত্তিতে কম্পিউটার কাজ করে ফলাফল প্রদান করে । কম্পিউটারের এ নির্দেশাবলিকে বলা হয় প্রোগ্রাম । প্রোগ্রাম ছাড়া কম্পিউটার একটি জড় পর্দাথ ভিন্ন আর কিছু নয় ।উপযুক্ত প্রোগ্রামের ফলে কম্পিউটার জড় পর্দাথ হতে গানিতিক শক্তিসম্পন্ন বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে পারে ।

No comments

Powered by Blogger.