কম্পিউটার কি? কম্পিউটারের জনক ও আবিষ্কারক কে?
কম্পিউটার কি? কম্পিউটারের জনক ও আবিষ্কারক কে?
কম্পিউটার কি?
কম্পিউটার একটি আধুনিক অত্যন্ত দ্রুতি গতি সম্পন্ন ইলেকট্রনিক্স যন্ত্র, যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। কিন্তু বর্তমানে এটি জটিল হিসাব নিকাশ ছাড়াও আরো অনেক কাজে ব্যবহার করা হচ্ছে।
Computer শব্দের অর্থ কি?
কম্পিউটার (Computer) শব্দটি গ্রিক কম্পিউট (Compute) শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ হিসাব বা গণনা করা। আর কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু কম্পিউটারকে এখন আর শুধুমাত্র গণনাকারী যন্ত্র বলা যায় না। কারণ কম্পিউটারের সাহায্যে অনেক রকম দুরূহ কাজ নিখুঁতভাবে করা সম্ভব।
কম্পিউটার কাকে বলে?
Computer হলো একগুচ্ছ বৈদ্যুতিক যন্ত্রের সমাহার। যা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে যৌক্তিক কার্যাবলী সম্পাদন করে থাকে। এটা বৈদ্যুতিক তরঙ্গকে নিজস্ব সংকেতে রূপান্তর করে ব্যবহারকারী কর্তৃক কমান্ডের সাহায্যে উদ্ভূত সমস্যার সমাধান করে থাকে। কিন্তু কম্পিউটারের নিজের কাজ করার কোন ক্ষমতা নেই।
কম্পিউটারের জনক কে?
চার্লস ব্যাবেজকে (Charles Babbage) কম্পিউটারের জনক বলা হয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় (Cambridge University) এর গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে সর্বপ্রথম এ্যানালটিক্যাল ইঞ্জিন (Analytical Engine) নামে একটি যান্ত্রিক Computer তৈরীর পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নকশা তৈরী করেন। চার্লস ব্যাবেজের এই এ্যানালটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারণা ছিল বলেই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
আধুনিক কম্পিউটারের জনক কে?
জন ভন নিউম্যানকে (John Von Neumann) আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। জন ভন নিউম্যান একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। নিউম্যান কোয়ান্টাম বলবিদ্যায় অপারেটর তত্ত্ব ব্যবহারের অগ্রদূত। তিনি সেটতত্ত্ব, জ্যামিতি, প্রবাহী গতিবিদ্যা, অর্থনীতি, যোগাশ্রয়ী প্রোগ্রামিং, কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান সহ আরো অনেক ক্ষেত্রে অবদান রেখেছেন।
কম্পিউটারের আবিষ্কারক কে?
হাওয়ার্ড এইচ. আইকেন (Howard H. Aiken) কম্পিউটার আবিষ্কার করেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University) ও আইবিএম (IBM) এর যৌথ উদ্যোগে, হাওয়ার্ড এইচ. আইকেন এর তত্ত্বাবধানে ১৯৪৩ সালে মার্ক-১ (Mark-1) নামে একটি পূর্ণাঙ্গ Digital Computer নির্মিত হয়। এজন্য হাওয়ার্ড এইচ. আইকেন কে কম্পিউটারের আবিস্কারক বলা হয়।
পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি?
পৃথিবীর প্রথম আবিষ্কৃত Computer হচ্ছে এবিসি (ABC). ABC এর পূর্ণরূপ হল- এটানাসফ বেরি কম্পিউটার (Atanasoff-Berry Computer). যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয় (Iowa University) এর অধ্যাপক ড. জন এটানাসফ (John Atanasoff) গবেষণা কাজের জন্য বাল্ব ব্যবহার করে প্রথম এটি আবিষ্কার করেন।
প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?
ENIAC হল বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। এনিয়াক (ENIAC) হচ্ছে ইলেক্ট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড কম্পিউটার (Electronic Numerical Integrator and Computer). এটিই প্রথম প্রোগ্রাম ঢুকানোর মতো কম্পিউটার। ENIAC থেকেই কম্পিউটারের প্রজন্ম শুরু হয়।
প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?
মার্ক-১ (Mark-1) হল প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার। এটি যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয় (Harvard University) এর গণিতের অধ্যাপক হাওয়ার্ড এইচ. আইকেন (Howard H. Aiken) ও আইবিএম (IBM) এর চারজন প্রকোশলীর সহযোগিতায় তৈরি হয় প্রথম স্বয়ংক্রিয় সাধারণ ইলেকট্রোমেকানিক্যাল ডিজিটাল কম্পিউটার। যা ১৯৪৪ সালে তৈরি হয়।
No comments